ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের টিন, ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ মে ২০২৫  
ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের টিন, ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঝড়ে উড়ে গেছে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের চালের টিন। শুক্রবার দিবাগত রাতের ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। রবিবার (১৮ মে) ঝুঁকিপূর্ণ কক্ষেই শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৩ সালে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ের অধিকাংশ ঘর মাটির। গত শুক্রবারের ঝড়ে মাটির তৈরি তিনটি ঘরের মধ্যে ২টির চালের টিন উড়ে গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মণ বলেন, ‘‘ঝড়ে বিদ্যালয়ের চালের টিন উড়ে যাওয়া ছাড়াও দরজা, জানালা, ফ্যান, টেবিল-চেয়ার-বেঞ্চ, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

নাচোল উপজেলার শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, ‘‘ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্তের বিষয়টি জানতে পেরেছি। জেলা শিক্ষা অফিসে বিষয়টি জানানো হবে। সেখান থেকে অর্থ ছাড় হলে প্রতিষ্ঠানটি মেরামতের কাজ শুরু হবে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়