ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১৮ মে ২০২৫   আপডেট: ২০:৩৯, ১৮ মে ২০২৫
১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পাওনা ১৫৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানি রমজান আলীকে হত্যা করা হয়। আর এ হত্যার দায়ে আসামি নুর আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে নুর আমিন (২৯)। 

আরো পড়ুন:

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ রাজরামপুর-মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানি রমজান আলীর সঙ্গে বিবাদে জড়ায় নুর আমিন। এ সময় তিনি রমজনানের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। আহত দোকানি রমজান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই নাজমুল হক ওই যুবককে অভিযুক্ত করে ২০২০ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়