পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, দুজন গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ মে) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে র্যাব-৫ ও র্যাব-৭ এর যৌথ দল।
গ্রেপ্তার দুজন হলেন—নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিক (৪২)। গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।
আমিনুল ইসলাম টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত পুলিশ সদস্যও আহত হন।
বুধবার দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনার পর দুই আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/কেয়া/রফিক