ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৫ 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৪ মে ২০২৫  
মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৫ 

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। 

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো. আরাফাত (৩০), পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। নাজিরারটেক-সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। তারা শুল্ক-কর ফাঁকি দিয়ে সিমেন্ট পাচার করছিল।

আটক পাঁচ পাচারকারী, জব্দ করা সিমেন্ট এবং বহনকারী নৌকার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়