ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণাবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাছমিয়া আক্তার (৩) ও তারা নূর (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু খালাত বোন। এতে এলাকায় শোক নেমে এসেছে।
মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তারা নূর খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে দুই শিশু খেলছিল। তাছমিয়ার মা পুকুরপাড়ের কাছে গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহায়তায় মাইকিং করে নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু-একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরো বেশি নজরদারি রাখা উচিত।’’
ঢাকা/পলাশ/বকুল