ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসে গল্পের ছলে নারীর গলা থেকে চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৬ মে ২০২৫   আপডেট: ০৮:৪৭, ২৬ মে ২০২৫
বাসে গল্পের ছলে নারীর গলা থেকে চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬

বাসে নারীর গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টাকালে গ্রেপ্তারকৃত ৬ নারী

সাভারে বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টাকালে ৬ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গল্পের ছলে তারা ওই নারীর গলা থেকে চেইনটি খুলে নেওয়ার চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে, এরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। 

রবিবার (২৫ মে) রাত ৯ টায় এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সাভার পরিবহনের বাসে উঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তার ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরা উঠে পড়েন। বাসে উঠেই সালমা বেগমের সাথে গল্প করা শুরু করেন তারা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছলে তারা কৌশলে গলায় হাত দিয়ে চেইন খুলে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেয়। পরে বাস থেকে এই চক্রের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তারা সকলেই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা মূলত সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। সড়কে যেন সকলে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি।’’ 

ঢাকা/সাব্বির/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়