ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ মে ২০২৫  
সিরাজগঞ্জে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

সেনাবাহিনীর পক্ষ থেকে কাজীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সোমবার  (২৬ মে) সকালে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ মাঠে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৪৯৩  জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১ হাজার ৪৯৩ জন রোগীকে চিকিৎসা ও ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরো জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ জানান, সিরাজগঞ্জের প্রত্যেক উপজেলায় এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
 

ঢাকা/রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়