ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক যুগ পর আ.লীগ নেতার দখল থেকে সরকারি সড়ক উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২৬ মে ২০২৫  
এক যুগ পর আ.লীগ নেতার দখল থেকে সরকারি সড়ক উদ্ধার

প্রায় ৪ হাজার মানুষ যাতায়াত করতেন একটি সড়ক দিয়ে। সেই গ্রামীণ সড়কটি দীর্ঘ ১২ বছর দখল করে রেখেছিলেন এক স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা। অবশেষে, সড়কটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় বাসিন্দারা আনন্দিত। তবে, ওই সড়ক সংস্কার নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফসলি জমির মাঝ দিয়ে টাঙানো হয়েছে লাল নিশানা। দেখে বোঝার উপায় নেই যে, এখানে একটি সড়ক ছিল। দীর্ঘ ১২ বছরে সড়কটি কেটে কেটে আবাদি জমিতে পরিণত করেছে প্রভাবশালী মহল।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংহাট এলাকায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি রেকর্ডভুক্ত ৭০০ মিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কটি দীর্ঘ ১২ বছর ধরে কেটে কেটে ফসলি জমিতে পরিণত করা হয়েছে। প্রতিবাদ করতে না পারায় চরম বেকায়দায় পড়েছেন স্থানীয়রা। সড়ক না থাকায় ফসলি জমি দিয়ে চলাচল করতেন ভুক্তভোগীরা। শুকনো মৌসুমে নারী-শিশু, শিক্ষার্থীরা অতিকষ্টে যাতায়াত করলেও বর্ষায় পড়তে হয় চরম দুর্ভোগে। এখন সড়কটি অবমুক্ত করায় খুশি এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, উমরমজিদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টার এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা সড়ক দখল করলেও তাদের ক্ষমতার দাপটের কারণে কেউ মুখ খুলতে পারতেন না। 

স্থানীয় বাসিন্দা মাহফুজার রহমান বলেছেন, দীর্ঘ ১২ বছর দখলে রাখা গ্রামীণ সড়কটি লাল নিশানা টাঙিয়ে উদ্ধার করেছে প্রশাসন। আমরা এলাকাবাসী খুব খুশি হয়েছি। এখন রাস্তায় দ্রুত মাটি ফেলে সংস্কার করা হোক। এই রাস্তার জন্য কতটা কষ্টে ছিলাম, বলার ভাষা নেই।

একই এলাকার রহিমা বেগম বলেন, রাস্তাটা না থাকার কারণে খুব কষ্ট ছিল। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারত না। এখন রাস্তা উদ্ধার হওয়ায় খুব খুশি আমরা। সরকার যদি মাটি কেটে রাস্তাটা ভরাট করে দেয়, আমাদের আর কিছু চাওয়ার নেই।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক বলেছেন, অভিযোগের ভিত্তিতে জনগণের দুর্ভোগ কমাতে দখল হয়ে যাওয়া সরকারি রেকর্ডভুক্ত সড়কটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ্/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়