রণপায়ে হাঁটছে তুহিন
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লম্বা এক জোড়া বাঁশ। বাঁশের মাঝে পা রাখার জায়গা রয়েছে। সেখানে পা রেখে প্রায় ৮ ফুট উঁচু দিয়ে সড়কে হেঁটে বেড়াচ্ছে এক কিশোর। রণপায়ের সাহায্যে এভাবে হেঁটে সবাইকে অবাক করে দিয়েছে কুষ্টিয়ার তুহিন হোসেন।
তুহিন কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় স্কুলে সে নবম শ্রেণীতে পড়ছে। তার প্রতিভায় মুগ্ধ পরিবার ও এলাকাবাসী।
বছরখানেক আগে শখের বসে রণপা বানিয়ে অনুশীলন শুরু করে তুহিন। এই কৌশল রপ্ত করতে প্রতিদিন তাকে প্রায় ২ ঘণ্টা চর্চা করতে হয়েছে। এখন সে রণপা দিয়ে সাবলীল গতিতে হাঁটতে পারে যে কোনো সড়কে।
প্রথম দিকে এভাবে হাঁটতে চাইলে পরিবার বাঁধা দিলেও এখন ছেলের সাফল্যে তারা খুশি। রণপায়ে হাঁটার পাশাপাশি তুহিনের সংগীতে প্রতিভা রয়েছে। লিখতে পারে কবিতা।
অস্বচ্ছল পরিবারের প্রতিভাবান এই কিশোরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
রণপা হলো দ্রুত গমনের জন্য অতি দীর্ঘ যুগলদন্ডবিশেষ। দুটি উঁচু লাঠি যার মাঝে হাতল লাগানো থাকে, সেখানে পা রেখে মাটি থেকে অনেক উপর দিয়ে হাঁটা যায়। পা ফেলে এক কদম হেঁটে যতটুকু দূরত্ব অতিক্রম করা যায়, রণপায়ের সাহায্যে তার তিন থেকে পঁচগুণ দূরত্ব অতিক্রম করা সম্ভব। আগেকার দিনে ডাক হরকরা, দস্যুতা, গুপ্তচরের কাজ ইত্যাদির জন্য রণপা ব্যবহার করা হতো।
কাঞ্চন//