ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৬ মে ২০২৫  
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ 

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮৬ জনের মধ্যে এক লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৬ মে) বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যেককে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।  

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। আহতদের চিকিৎসায় সরকার বদ্ধপরিকর।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়