ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরু‌ বাঁচা‌তে গি‌য়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৬ মে ২০২৫  
গরু‌ বাঁচা‌তে গি‌য়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনে থাকা গরু বাঁচাতে গি‌য়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দি‌কে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে ঘ‌টনাটি ঘ‌টে। 

আরো পড়ুন:

মারা যাওয়া খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা। 

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল খালেক প্রতিদিনের ন্যায় মণ্ডলের বাজার এলাকায় ক‌য়েকটি গরু ঘাস খাওয়াতে নিয়ে যান। সোমবার বিকেল সাড়ে ৫টার দি‌কে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট রেল স্টেশন থে‌কে ছেড়ে যায়। এ সময় রেল লাইনের ওপ‌রে থাকা এক‌টি গরু‌ সরা‌তে যান খালেক। পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ‌ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যান তি‌নি‌।

রাজারহাট থানার ও‌সি তছলিম উদ্দিন বলেন, ‍“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়