ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ার যে বাড়ি থেকে সুব্রত বাইন আটক হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৭ মে ২০২৫  
কুষ্টিয়ার যে বাড়ি থেকে সুব্রত বাইন আটক হয়েছে

কুষ্টিয়ার এই ভবন থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার কালিশংকরপুর থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার (২৭ মে) ভোরে তিনতলা ভবনে অভিযান চালিয়ে নিচতলা থেকে দুজনকে নিয়ে যায় সেনা সদস্যরা। তাদের একজন সুব্রত বাইন। দেড় মাস আগে তারা এই বাসা ভাড়া নিয়েছিলেন।

আরো পড়ুন:

সকালে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিশংকরপুরে সোনার বাংলা মসজিদ সড়কে গিয়ে দেখা যায়, মীর মহিউদ্দিনের মালিকানাধীন তিনতলা ভবনের সামনে এলাকাবাসীর ভিড়। কোনো একটা বিষয় নিয়ে কানাঘুষা করছেন তারা। সাংবাদিকদের দেখে অনেকে স্থান ত্যাগ করেন। যারা দাঁড়িয়ে ছিলেন, তারাও কথা বলতে রাজি হয়নি।

                                                                                    সুব্রত বাইন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেন। তাদের বাড়ি ভাড়া নিতে সহযোগিতা করেন স্থানীয় প্রবাসফেরৎ হেলাল নামে এক যুবক। বাড়ির নিচতলা ভাড়া নেয়ার পর থেকে দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয়রা। দোতলায় ছাত্রাবাস। ভোরে বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর দেখতে পান সেনা সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারেন, এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীরা। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসী।

দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ সময় তারা ওই ভবনের ভাড়াটিয়া ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। 

                                               সকালে ওই ভবন পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেন

এ বিষয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, ‘‘আজ আমাদের অভিযান ছিল না। হয়ত অন্য কোনো বাহিনী অভিযান করেছে। বিভিন্ন জায়গা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ তার সহযোগীকে আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কে বা কারা কাকে আটক করেছে। তবে খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনই নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। তবে বিষয়টি জানার চেষ্টা করছি।’’

২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সুব্রত বাইনকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করে। পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন সুব্রত বাইন। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়