ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে শ্রমিক নেতাকে হত্যা 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৮ মে ২০২৫  
সিলেটে শ্রমিক নেতাকে হত্যা 

শিহাব উদ্দিন

সিলেটের কানাইঘাট উপজেলায় এক শ্রমিক নেতাকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত শিহাব উদ্দিন (৩৮) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চার ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে।

কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমদ অভিযোগ করেছেন, শিহাব উদ্দিনের ওপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

ঢাকা/নূর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়