ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৮ মে ২০২৫  
নাটোরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

নাটোরের লালপুর উপজেলায় মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় দুই যানবাহনের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার গোধরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ব্রিজ এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক ও ভুট্টাবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই ট্রাকের চালক ও সহকারী মিলে মোট চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। 

আরো পড়ুন:

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

ঢাকা/আরিফুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়