ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে পুকুর থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু 

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৮ মে ২০২৫   আপডেট: ২০:১০, ২৮ মে ২০২৫
সোনারগাঁয়ে পুকুর থেকে বল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নয়াপাড়া এলাকায় এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত হাবিবুর নয়াপাড়া এলাকার হানিফের ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

হাবিবুরের বাবা হানিফ বলেন, ‘‘দুপুর ১টার দিকে বল নিয়ে বাড়ির পাশেই শিশুরা খেলাধুলা করছিল। দেড়টার দিকে এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে পুকুরে বলসহ দুজনের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে ওদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।’’ 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

অনিক//

সর্বশেষ

পাঠকপ্রিয়