ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবাকে খাবার দিয়ে ফেরার পথে বজ্রপাতে ছেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৮ মে ২০২৫  
বাবাকে খাবার দিয়ে ফেরার পথে বজ্রপাতে ছেলের মৃত্যু

সুনামগঞ্জে হাওরে বাবাকে খাবার দিয়ে ফেরার পথে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে।  

বুধবার (২৮ মে) দুপুরে দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন জিরাগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে ফজলুল হক এবং কয়েকজন কৃষক বক্তারপুর গ্রামে হাওরে বোরো ধান কাটছিলেন। আমির হোসেন দুপুরে বাবার জন্য খাবার নিয়ে যায় হাওরে। বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ‘‘এমন মৃত্যু দুঃখজনক। বাড়ির পাশেই সে বজ্রপাতে মারা গেছে।’’

মনোয়ার//

সর্বশেষ

পাঠকপ্রিয়