ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৮ মে ২০২৫  
ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গৃহবধূর মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জের মুকসুদপুরে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে আন্না বেগম (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লোহাইড়-বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আন্না বেগম মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

আরো পড়ুন:

ওসি মোস্তফা কামাল বলেন, বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আন্না। এ সময় ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছালে আন্নার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এতে ওড়না গলায় পেচিয়ে গেলে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়