ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি ছাত্র আহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৯ মে ২০২৫   আপডেট: ১৪:০৭, ২৯ মে ২০২৫
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি ছাত্র আহত

ফাইল ফটো

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করা হয়।

আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাথরের আঘাতে তার মাথা কেটে গেছে। রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ।

সাজ্জাদের সঙ্গে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান। তিনি জানান, ৬টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে। হরিয়ান এলাকায় কিছুক্ষণ পর পর চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। জানালা খোলা থাকায় একটি পাথর সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টায় রক্ত বন্ধ করা হয়। কাটা স্থানে একাধিক সেলাই লাগতে পারে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেছেন, “মধুমতি ট্রেনে আমার থানার পুলিশ থাকে না। অন্য থানার পুলিশ থাকে। এক সাংবাদিকের মাধ্যমে আমি শুনেছি যে, এরকম ঘটনা ঘটেছে। ওই ট্রেনে থাকা পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়