সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সদিচ্ছা নেই: জিএম কাদের
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেছেন, ‘‘দেশ ক্রমান্বয়ে সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। নির্বাচন বিলম্বিত হলে এই সংকট আরো গভীর হতে পারে।’’
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুরের স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘‘ইউনূস সরকার ও তরুণ নেতৃত্ব মিলে দেশকে বিভক্ত করেছে। ফ্যাসিবাদ ট্যাগ লাগিয়ে কালা কানুন করে দেশের বৃহৎ অংশকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’’
অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থাকে বর্ণবাদী আখ্যা দিয়ে জিএম কাদের দাবি করেন, ‘‘দেশের মানুষ এখন অত্যাচারিত। ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে এক হাহাকার পরিস্থিতি বিরাজমান। যার ফলে বেকারত্বের সংখ্যাও দিনকে দিন বেড়েই চলছে।’’
তিনি বলেন, ‘‘দেশ এখন মহাদুর্যোগের শিকার। যা সামলানোর সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকেও সংস্কারের নামে অকার্যকর করে ফেলা হয়েছে। যেটি ভবিষ্যতের জন্য সুখকর নয়।’’
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘‘এরশাদের লাঙ্গল কারো করুণার পাত্র নয়। দেশের মানুষ এখনো জাতীয় পার্টির প্রতি আস্থা রাখে।’’ এই দাবিকে জনগণের মতামতের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জাপা চেয়ারম্যান।
নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে জিএম কাদের বলেন, ‘‘জাতীয় পার্টি আগামী নির্বাচন ও আন্দোলন দুইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
ঢাকা/আমিরুল/রাজীব