ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের ডেট দিন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৯ মে ২০২৫   আপডেট: ২১:২৯, ২৯ মে ২০২৫
নির্বাচনের ডেট দিন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন, আরেকটু অপেক্ষা করেন; আমরাই (বিএনপি) ডেট দিয়ে দেব।’’

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৯ মে) খুলনা প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক মহানগর বিএনপির আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘আপনাদের যারা কর্মচারী, পুলিশ-প্রশাসন; তারা দেশের মানুষের অর্থে চলে। আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন, তাহলে আমরা কী করব। আমাদের একটা ডেট তো দরকার, দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হইছে। একটা দিন বলতে হবে না। দিন না বললে আমরা কাউকে দাওয়াত দিতে পারব না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কী হবে। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন, তখন সারা দেশ স্থবির হয়ে যাবে। সেদিন বুঝবেন।’’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘বিএনপি যদি ১৭ বছর আন্দোলনে না থাকত, এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না।’’

সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘‘ড. ইউনূস সংস্কারের কথা বলছেন, আগে তো তার সংস্কার হওয়া উচিত। হাইকোর্টে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দিলেও তিনি ও তার উপদেষ্টা তা হতে দেননি। হাইকোর্টের আদেশ অমান্য করেছেন। পদত্যাগ নাটক করেছেন। হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে পাঁচ কোটি বিনিয়োগ করেছেন।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়