ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিম্নচাপের প্রভাবে ঝালকাঠি শহরে জলাবদ্ধতা

‎ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৩০ মে ২০২৫  
নিম্নচাপের প্রভাবে ঝালকাঠি শহরে জলাবদ্ধতা

শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে ঝালকাঠির নদী, খাল-বিল, নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হয়েছে। শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হয়ে শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলার সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।

‎নদী তীরবর্তী এলাকা ও শহর ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে ঝালকাঠি শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়ছে। স্বাভাবিক সময়ের তুলনায় নদীর পানি ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও অটোচালকরা জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়তে হচ্ছে তাদের। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্কুল মাঠ পানিতে তলিয়ে গেছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে নিচু এলাকায় ঢুকে পড়েছে। এতে কৃষিজমি ও বাগান প্লাবিত হচ্ছে।

‎ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “ঝালকাঠি সরাসরি সতর্কতা সংকেতের আওতায় পড়েনি, তবুও আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। বড় ধরনের ঝড় বা বন্যা হলে তা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে চিড়া, মুড়ি, শুকনো খাবারসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’’

ঢাকা/অলোক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়