ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের খবরে প্রেমিকাকে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩০ মে ২০২৫   আপডেট: ১৩:৩৫, ৩০ মে ২০২৫
বিয়ের খবরে প্রেমিকাকে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার

প্রেমিকার বিয়ের খবর শুনে তাকে ছুরিকাঘাত করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে তিনি নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত তরুণী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

সঞ্জীবন চক্রবর্তী পার্থর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আহত তরুণী ও পার্থর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পার্থ সুনামগঞ্জের বাইরে আত্মগোপনে ছিলেন। হঠাৎ প্রেমিকার বিয়ের খবর জানার পর তিনি সুনামগঞ্জে ফেরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী তার ভাবির সঙ্গে শহরের হাছননগর এলাকার একটি দোকানে কেনাকাটা করেন। এ সময় পার্থও সেখানে হাজির হন। তাদের মধ্যে কথা হয়। একপর্যায়ে মেয়েটিকে দোকান থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান পার্থ। স্থানীয়দের সহযোগিতায় তরুণীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠান।

এদিকে, পার্থ আত্মহত্যার চেষ্টায় নিজেকেও ছুরিকাঘাত করেন। এ খবর পেয়ে পৌর শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।

আহত তরুণীর স্বজনরা জানিয়েছেন, সিলেটের শাবিপ্রবিতে পড়ার সময় পার্থ ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের ইতি টেনে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন ওই তরুণী। তবে, বিয়ের খবর জানতে পেরে পার্থ তাকে কয়েকবার হুমকি দেন। বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণীকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি আঘাত গভীর ক্ষত সৃষ্টি করেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেছেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনেছি। পরে আবার খবর পাই, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া পার্থ ধোপাখালী শ্মশানঘাট এলাকায় আত্মগোপনে আছেন। আমরা অভিযান চালিয়ে পার্থকেও রক্তাক্ত অবস্থায় আটক করি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।” 

তিনি জানান, এ ঘটনায় আহত তরুণীর পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকা/মনোয়ার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়