ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে টানা বর্ষণে তলিয়ে গেছে নগর ও নিম্নাঞ্চল, সমুদ্র উত্তাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৩০ মে ২০২৫   আপডেট: ১৩:৩৩, ৩০ মে ২০২৫
চট্টগ্রামে টানা বর্ষণে তলিয়ে গেছে নগর ও নিম্নাঞ্চল, সমুদ্র উত্তাল

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে

চট্টগ্রাম নগরী ও জেলার সবগুলো উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগর ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। টানা বৃষ্টিপাতে পাহাড়ধসেরও আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে এমন বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সমুদ্র। এতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া রাইজিংবিডিকে জানান. আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২টি লাইটার জাহাজ নোঙর ছিড়ে পতেঙ্গায় তীরবর্তী পাথরে আটকে পড়েছে। এছাড়া বহিঃনোঙ্গরে মাদার ভেসেল থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগর ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি আজ শুক্রবারও সারাদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়