ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে বন্যার আশঙ্কা, প্রস্তুত প্রশাসন

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৩০ মে ২০২৫   আপডেট: ১৩:৫৮, ৩০ মে ২০২৫
ফেনীতে বন্যার আশঙ্কা, প্রস্তুত প্রশাসন

ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নিম্নচাপের প্রভাবে আগামীকাল (শনিবার) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অস্বাভাবিক জোয়ার ও স্রোতের কারণে সোনাগাজী উপজেলার চারটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম গতকাল প্লাবিত হয়। তবে বর্তমানে পানি নামতে শুরু করেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, এখনো মুহুরি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারতের উজানে বৃষ্টিপাত বাড়লে নদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে। এ অবস্থায় বন্যার আশঙ্কায় পরশুরাম উপজেলায় ২১টি ও ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গেল বছরের জুলাই-আগস্ট মাসে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল ফেনী। বিশেষ করে ১৯ আগস্টের পর পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়ে যে জেলায় প্রাণ হারান ২৯ জন এবং ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় শত কোটি টাকা। সেই স্মৃতি এখনো তাজা ফেনীবাসীর মনে।

জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।

ঢাকা/সাহাব উদ্দিন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়