ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩০ মে ২০২৫   আপডেট: ১৫:২৪, ৩০ মে ২০২৫
ফের হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

বৃহস্পতিবার রাতে ২২ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা কালেঙ্গার ডেবরাবাড়ি দিয়ে বৃহস্পতিবার (২৯ মে) রাতে ২২ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৮ জন ও শিশু ৫ জন।

শুক্রবার (৩০ মে) সকালে এ সংবাদ পেয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা সকলেই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), মো. আরিফ (১৯), মো. আসাদুল (৩০), মোছা. আছিয়া বেগম (৬০), মন্ডলগড়া গ্রামের মো. আশরাফুল (৩৫), মোছা. জাহানারা (৩০), মোছা. কাকলী (১০), মোছা. আশরাফী (৬), মো. আমিনুল ইসলাম (৩৫), উলিপুর উপজেলার স্বাধীরগ্রামের মোছা. আফরোজা (২৪), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মো. আ. হামিদ (৪২), মোছা. রেহানা বেগম (৪০), মো. সুজন (২২), মোছা. হাসি খাতুন (১৮), মোছা. পারভীন বেগম (২১), মো. শাহিনুর (৩), মো. হাসানুর (৭), কাশিপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), মোছা. ফাতেমা বেগম (৪৭), মো. ইমরান হোসেন (২৩), মোছা. সাবিনা (২০), মো. ইসমাইল হোসেন (২)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এরআগে ২৬ মে এ সীমান্ত দিয়ে ১৮ জন নারী-পুরুষ ও শিশুকে ঠেলে দিয়েছিল বিএসএফ।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়