ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপনারা পথ হারালে খুঁজে পাবেন না, সরকারকে টুকু 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৩০ মে ২০২৫   আপডেট: ১৭:৩৬, ৩০ মে ২০২৫
আপনারা পথ হারালে খুঁজে পাবেন না, সরকারকে টুকু 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করছি। এ কারণে আমরা নির্বাচন চাইতেই পারি। বিগত ১৭ বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা বোঝেননি বলে দেশ ছেড়ে পালিয়েছেন। আপনারা পথ হারালে খুঁজে পাবেন না।”

শুক্রবার (৩০ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জেলা শ্রমিক দল এ অনুষ্ঠানের  আয়োজন করে। 

আরো পড়ুন:

টুকু বলেন, “জিয়াউর রহমানের জনগণের ভাষা বুঝতেন। তিনি বলতেন, এ দেশের মালিক সাধারণ জনগণ। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও ৯ বছর আন্দোলন সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়