ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ মে ২০২৫  
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জগতলা এলাকায় মারা যায় সে। 

মারা যাওয়া বন্যা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

আরো পড়ুন:

কিশোরীর পারিবার সূত্রে জানা গেছে, আজ সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয় বন্যা খাতুন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। দুপুরে পরিবার জানতে পারে, জগতলা এলাকায় ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বন্যা মারা গেছে।

প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, “জঙ্গলের ভেতর থেকে হঠাৎ ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরিবারের লোকজন এসে কিশোরীর মরদেহ বাড়িতে নিয়ে যান।”

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি দুলাল হোসেন জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়