ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৩০ মে ২০২৫   আপডেট: ২১:০৩, ৩০ মে ২০২৫
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় ছুরিকাঘাতে জীবন হোসেন ওরফে মন্টু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে বসে আম খাচ্ছিলেন জীবন। এসময় অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে জীবনকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়