৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শনিবার সকাল পৌনে ৭ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭ টার দিকে রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ২৯ মে সকাল ৯ টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে আজ (শনিবার) সকাল পৌনে ৭ টা থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ঢাকা/রবিউল/টিপু