ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৩১ মে ২০২৫   আপডেট: ১১:২৯, ৩১ মে ২০২৫
কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

ডাকাতির সময় এলামেলো করে রাখা জিনিসিপত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৩টার দিকে ডাকাতরা ওই বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চলতি বছরে আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাত দল আবিদা সুলতানার বাসভবনে প্রবেশ করে। তিনতলা বিশিষ্ট ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ভুক্তভোগীর পিতা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রাখা হয়।

ঘটনার খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করছি।”

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়