ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে প্রাইভেটকারের চাপায় নারীর মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৩১ মে ২০২৫  
সুনামগঞ্জে প্রাইভেটকারের চাপায় নারীর মৃত্যু 

প্রাইভেটকারের চাপায় নিহত নারী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে৷ তার বয়স আনুমানিক ৪৫ বছর।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর রাস্তার মুখে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, শুক্রবার রাতে পাগলা-বাঘেরকোনা, নবীনগর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি প্রাইভেটকার পথচারী ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় সড়কের দুই পাশেই যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকরাম আলী বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নারী মারা গেছেন। আমরা তার পরিচয় জানতে খোঁজ করেছি কিন্তু এখনও জানা যায়নি।’’ 

ঢাকা/মনোয়ার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়