ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩১ মে ২০২৫   আপডেট: ১৩:২৯, ৩১ মে ২০২৫
কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

বাস-ট্রাকের সংঘর্ষে বাসের ৩০ যাত্রী আহত হয়েছেন

কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে জলাশয়ে পড়ে অন্তত ৩০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস রাজবাড়ী যাওয়ার পথে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জলাশয়ে পড়ে অন্তত ৩০জন বাসের যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। 

দুর্ঘটনার বিষয়ে খোকসা থানার (ওসি) শেখ মইনুল ইসলাম জানান, ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে অন্তত ৩০ জন বাসের যাত্রী আহত হয়েছে। 

আহতদের মধ্যে ২৬ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়