ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩১ মে ২০২৫   আপডেট: ১৩:৫৩, ৩১ মে ২০২৫
শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় এক কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্পমালিকরা যে গ্যাস সংকটের অভিযোগ তুলেছেন, আমরা পরিদর্শন করে তার কিছুটা সত্যতা পেয়েছি৷ আমরা এটার এডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে৷ সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, শনিবার সন্ধ্যার গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব৷ 

শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেডের কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। 

উপদেষ্টা বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ আছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তার দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি । অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা বড় পরিসরে অভিযান চালাব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব৷ 

টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেছেন, চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না, অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার। গ্যাস না থাকায় আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে খরচ বেড়েছে অনেক। 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়