কুড়িগ্রাম সীমান্তে ফের ভারতীয় ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ড্রোনগুলো উড়ানো হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আকাশে শুন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে ঢুকে অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এ ড্রোনগুলো উড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া।
ফিরোজ মিয়া জানান, গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ মেইন পিলার দিয়ে আসামের ১৪ জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজদারি করছে। গত ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকেও পাঁচটি ড্রোন উড়িয়ে বাংলাদেশের সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছিল বিএসএফ।
এরপর শুক্রবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪-৫টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এসময় বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ।
তিনি বলেন, “ভারতের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাচ্ছি। কেন বাংলাদেশের সাথে ভারত এরকম বৈরী আচরণ করছে!”
বড়াইবাড়ী সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় আমাদের গ্রামসহ বিজিবি ক্যাম্পের ওপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের এসব ড্রোন উড়ানো বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়। তা না হলে সীমান্তের বড় দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ।
এ বিষয়ে জানতে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর ৩৫ বিজিবি এক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রাতে ড্রোন উড়িয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।
বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবিও ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে পুশইন উত্তেজনার মধ্যে রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করেছিল বিএসএফ। একই দিন রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায় তিনটি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ঢাকা/বাদশাহ্/এস