ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৩১ মে ২০২৫   আপডেট: ১৪:৩৩, ৩১ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিহত মারিয়া ও লামিয়া (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মারিয়া ও লামিয়া গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৩০ মে) বিকেলে গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ স্থলে খাল পার হয়ে গরু আনতে যায় দুই বোন। এ সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় দুই বোন পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।
 
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্তও তাদের সন্ধান মিলেনি। অবশেষে আজ (শনিবার) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুই বোনের মরদেহ খালের পানিতে ভেসে উঠে। 
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে আপন দুই বোন, তারা কেউ সাঁতার জানতেন না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হয়। সকালে তাদের মরদেহ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 

ঢাকা/পলাশ/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়