ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে গুমে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৩১ মে ২০২৫   আপডেট: ১৬:৪৪, ৩১ মে ২০২৫
মুন্সীগঞ্জে গুমে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন 

পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।  

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেয়।

আরো পড়ুন:

পাঁচ ৫ দফা দাবি হলো, গুমের শিকার যে সকল ব্যক্তি ফেরত আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জনগণকে জানানো। তাদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারেন,  সেই ব্যবস্থা করা। গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাদের পাওয়া গেছে, তাই ভারতে আরো গুমের শিকার ব্যক্তি আছেন কি-না, সেই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা। যে সকল ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে; এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং কারাগার থেকে মুক্তি দেয়া। গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করার দাবি জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহ-সভাপতি রশিদ আহমদ, সহ-সভাপতি গোলজার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, সাংবাদিক ও অধিকার কর্মী শেখ মোহাম্মদ রতন, অধিকার মুন্সীগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আরাফাতুজ্জামান বাবু, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দীন সুমন প্রমুখ। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়