রাজবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে, ২ ব্যবসায়ী নিহত
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে যায়
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ শনিবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খবির (৪০)।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। এ সময় ট্রাকের ভিতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/রবিউল/বকুল