ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্য দূর করার কার্যকর বাহন শিক্ষা: উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৩১ মে ২০২৫  
বৈষম্য দূর করার কার্যকর বাহন শিক্ষা: উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করার কার্যকর বাহন শিক্ষা। এর মাধ্যমে আমরা বৈষম্য নিরসন করতে পারি। শিক্ষা হচ্ছে মানুষের আত্মোন্নয়নের উপযুক্ত পথ। 

শনিবার (৩১ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

‘কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হবে মানবতার দীক্ষা’ এ স্লোগানকে উপজীব্য করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, “শিক্ষার মান বাড়ানো কোচিং ও নোট বই-নির্ভরতা কমানো, সহশিক্ষা কার্যক্রম জোরদার করা, লাইব্রেরি কার্যক্রমকে জোরালো করার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আলোকিত মানুষ গড়ে তোলার কেন্দ্র হিসেবে তৈরি করা জরুরি।”

মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা একমাত্রিক শিক্ষাব্যবস্থা চালু করতে পারিনি। বহুমাত্রিক শিক্ষা চালু থাকলে শিক্ষা নিয়ে আমাদের আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছানো সম্ভব নয়।”

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খান।

মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ। আরো বক্তব্য রাখেন—কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়