ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন জেলায় পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর, শেরপুর ও হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৩১ মে ২০২৫   আপডেট: ১৯:১২, ৩১ মে ২০২৫
তিন জেলায় পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দেশের তিন জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরে তিন, শেরপুরে দুই ও হবিগঞ্জে দুজন রয়েছে। শনিবার (৩১ মে) পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে আল-আমিন (৫) ও চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে আলিফা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। দুপুরে খালে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অপরদিকে, আলিফা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল ও চররমনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম  বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও বলেন, ‘‘পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। স্বজনেরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’’

শেরপুর

শেরপুরে বাড়ির পাশে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে শিলা-নীলাসহ চার শিশু বাড়ির পাশে ডোবায় জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় শিলা ও নীলা পানিতে ডুবে যায়। অপর দুই শিশু ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হবিগঞ্জ

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। দুপুরের কোনো এক সময় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরাব্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে নবিউর রহমান (৪)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/লিটন/তারিকুল/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়