গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল: মিনু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বক্তব্য দিচ্ছেন মিজানুর রহমান মিনু
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনিবন্ধিত দল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
শনিবার (৩১ মে) রাজশাহী নগরের রেলগেট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মিজানুর রহমান মিনু বলেন, “গত বছরের জুলাই-আগস্টে স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল। এই দলকে প্রধান্য দিচ্ছেন খোদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জনগণ আর এটা মেনে নেবে না। দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় আসছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতারা এ সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বেচ্ছাসেবক দলের বোয়ালিয়া (পূর্ব) থানার সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা/কেয়া/মাসুদ