বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নারী কারাগারে
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের গৌরীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে জয়তন বিবি (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার রাতে গৌরীপুর পাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়তন ভারতের আসাম রাজ্যের ধুপরী দুই নম্বর পাট মধুসুল আরী এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার বাবার নাম জয়নাল শেখ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে গৌরীপুর পাট বাজার এলাকায় এক নারী ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশে সোপর্দ করে। পরে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়। সেই মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধারণা করা হচ্ছে, বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরে তিনি এলোমেলো হয়ে গৌরীপুরে চলে আসেন।’’
ঢাকা/মিলন/রাজীব