ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈরী আবহাওয়া, ঢাকার পরিবর্তে চট্টগ্রামে ৪ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৩১ মে ২০২৫   আপডেট: ২১:৩৬, ৩১ মে ২০২৫
বৈরী আবহাওয়া, ঢাকার পরিবর্তে চট্টগ্রামে ৪ ফ্লাইট

ফাইল ফটো

ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এতথ্য জানান।

আরো পড়ুন:

বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকার আকাশে আসার পর বৈরী আবহাওয়ার কারণে নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে বিকেল সোয়া ৪টায়।

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট চট্টগ্রামে নামে বিকেল ৪টা ৩২ মিনিটে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ বিকেল ৪টা ৪৭ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। একই প্রতিষ্ঠানের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট বিএস-১৮৮ চট্টগ্রাম পৌঁছায় বিকেল ৫টা ১৫ মিনিটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‍“ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় আন্তর্জাতিক-অভ্যন্তরীণ চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়