ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, এক দিন পর ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৩১ মে ২০২৫   আপডেট: ২২:৫৪, ৩১ মে ২০২৫
ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, এক দিন পর ওসি প্রত্যাহার

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলামের ওপর হামলার ঘটনার এক দিন পর নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩১ মে) পুলিশ সুপারের নির্দেশে তাকে নগরকান্দা থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সফর আলী নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

আরো পড়ুন:

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি সফর আলীকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’’

এর আগে, শুক্রবার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলামের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠে।

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ্ মো. আরাফাত অভিযোগ করেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়।

হামলার ঘটনার পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বৈশাখী ইসলাম অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা আমাকে রাস্তায় ফেলে মেরেছে।

তবে, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়