ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের ৩ স্থানে ভাঙন, যান চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১ জুন ২০২৫  
বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের ৩ স্থানে ভাঙন, যান চলাচল বন্ধ

সুয়ালক-লামা সড়কের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে

তিনদিনের থেমে থেমে বৃষ্টিতে বান্দরবানের টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার সুয়ালক-লামা সড়কের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে গত শুক্রবার (৩০ মে) থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এই সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

রবিবার (১ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা বলেন, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি কার্পেটিং করা হয়। এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি।

আরো পড়ুন:

তারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। এবারো তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টিতে সড়কের অবস্থা এতটাই ভয়াবহ যে, যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গত তিনদিন জুমচাষিরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারেননি। 

পূর্ণবাসন ত্রিপুরা পাড়ার বাসিন্দা হেবল ত্রিপুরা বলেন, “দুই বছর আগে সড়কটি পাকাকরণ করা হলেও বর্তমানে তা বেহাল দশায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বর্ষা মৌসুম শুরু হয়েছে মাত্র। এখনই সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।” 

অপর বাসিন্দা তঙ্গয়ে ম্রো এবং ট্রাকচালক জসিম উদ্দিন জানান, প্রতি বছরই বর্ষায় সড়কের মাটি ধসে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে সড়কের দুই পাশে ধস নামায় গতকাল শুক্রবার থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান।

টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, “গত বছর থেকেই সড়কটি একটু একটু করে ধসে পড়েছে। এলজিইডিকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এবারের বর্ষা মৌসুম শুরুর আগেই পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বলেন, “হেডম্যান পাড়ায় সড়কের তিনটি জায়গায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে বাজেট প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য প্রধান কার্যালয়ে বাজেট বরাদ্দের আবেদন করা হবে।”

তিনি আরো বলেন, “যদি বড় ধরনের বরাদ্দ পাওয়া যায়, তাহলে সড়কের দুই পাশে রিটার্নিং ওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়