ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে হঠাৎ অসুস্থ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১ জুন ২০২৫   আপডেট: ২০:০৪, ১ জুন ২০২৫
কিশোরগঞ্জে হঠাৎ অসুস্থ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী

আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার ম্যানেজারসহ সব কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাজিতপুর উপজেলার ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রবিবার (১ জুন) দুপুরের দিকে উপজেলা সদরের হাবিব কমপ্লেক্সের দোতলায় অবস্থিত ব্যাংকটির  উপ শাখায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকালে ব্যাংকের নিয়মিত কার্যক্রম শুরু হয়। দুপুরে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ অন্য ছয় কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাসপাতালে পাঠায়।

আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার ম্যানেজার সুকান্ত কুমার পাল বলেন, “এ ঘটনায় ব্যাংক থেকে কিছুই হারায়নি। চার কর্মকর্তাসহ ৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ব্যাপারটি তদন্ত করছে। ব্যাংকের অসুস্থ কর্মকর্তারা সুস্থ হলে এ বিষয়ে কিছু তথ্য জানা সম্ভব হবে।”

কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ‍“খবর পেয়ে আমিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কর্মকর্তারা অসুস্থ হন বলে ধারণা করা হচ্ছে।” 

তিনি বলেন, “প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুইজন গার্ড অসুস্থ হন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।”

পুলিশের এ কর্মকর্তা বলেন, “এটি বাজিতপুর আইএফআইসি ব্যাংকের তত্ত্বাবধানে চলছে। এজেন্ট ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে তা ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে জানা যাবে। প্রাথমিকভাবে বিষয়টি ফুড পয়জনিং বা রুমের ভেতরে কোনো গ্যাসের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  ব্যাংকের ভেতরে কেমিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ ছিল। যারা সেখানে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়