ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ২২ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১ জুন ২০২৫  
খুলনায় ২২ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা জেলায় পশুর ২২টি অস্থায়ী হাট বসেছে। হাটগুলোতে ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে পশু বিক্রি। বিক্রেতারা জানান, ঈদের সময় যত এগিয়ে আসবে ততই বাড়তে থাকবে ক্রেতাদের উপস্থিতি। 

 

আরো পড়ুন:

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার খুলনায় চাহিদার তুলনায় পশুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত। খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩১টি। এর বিপরীতে চাহিদা ১ লাখ ৫৬ হাজার ২২৮টি। উদ্বৃত্ত থাকবে ৬৭৪৬টি পশু।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম বলেন, “গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও খুলনায় চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি আছে। ফলে বাজার স্থিতিশীল থাকবে। এ বছর খুলনা জেলায় ২২টি অস্থায়ী পশুর হাট বসছে।”

খুলনার ৯টি উপজেলায় গড়ে উঠেছে ঈদকে কেন্দ্র করে অস্থায়ী পশুর হাট। এসব হাটে ইতোমধ্যে পশু উঠতে শুরু করেছে। রূপসা, দিঘলিয়া, পাইকগাছা, ডুমুরিয়া, তেরখাদা, ফুলতলা, কয়রা ও বটিয়াঘাটার হাটগুলোতে গরু-ছাগলের পাশাপাশি ভেড়া ও মহিষও উঠছে।

প্রতিটি হাটেই স্থানীয় প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে পশুর স্বাস্থ্য সুরক্ষা ও দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে থাকছেন ভেটেরিনারি চিকিৎসক, যারা গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও সনদ প্রদান করবেন। স্বাস্থ্যসনদ ছাড়া কোনো পশু কেনাবেচা না করতে হাট ইজারাদারদের নির্দেশনা দিয়েছে প্রশাসন।

সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারো নগরবাসী এবং গ্রামাঞ্চলের ক্রেতারা স্থানীয় হাটেই বেশি ভরসা রাখছেন। তবে, এবার দেশি পশুর জোগান বেশি থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়