ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১ জুন ২০২৫   আপডেট: ২১:৪১, ১ জুন ২০২৫
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। তবে, বিষয়টি জানাজানি হয় রবিবার।

আরো পড়ুন:

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২২)। বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি ওই গ্রামের শৈলেন্দ্র বৈদ্যর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, ‘‘প্রদীপ লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করত। গত রাতে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। পরে লাশ নিয়ে যায়। বর্তমানে প্রদীপের লাশ ভারতের কৈলাশহর হাসপাতালে আছে।’’

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘‘ঘটনাটি ভারতের ভেতরে ঘটেছে। প্রদীপ সেখানে কীভাবে, কী উদ্দেশ্যে গিয়েছিলেন জানা যায়নি। তিনি সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে বিএসএফ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সেখানকার একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’’

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়