ব্রাহ্মণবাড়িয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিহত সোহেল মিয়া (ফাইল ফটো)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নসিমনের ধাক্কায় সোহেল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) সন্ধ্যায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় কাঠ বোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সোহেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর নসিমনের চালক পালিয়ে গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ঢাকা/পলাশ/টিপু