ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ৫ ভারতীয় 

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২ জুন ২০২৫  
অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ৫ ভারতীয় 

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আসাম রাজ্যের পাঁচ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা পুলিশ। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিন দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দিন আগে বিএসএফ ভারতের ৫ নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। পথে পথে ঘুরে শনিবার সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার চুনিয়ার চর এলাকায় এসে মানুষের কাছে খাবার চান তারা। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ওই পাঁচ ব্যক্তির সবাই মুসলিম এবং সবাই অসমিয়া ভাষায় কথা বলেন। তারা হলেন- ওয়াস উদ্দিন (৫৫), সৈয়ব আলী (৪৫), খায়রুদ্দিন (৩৫), জমিলা খাতুন (৩৫) ও মনোয়ারা বেওয়া (৫০)। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানিয়েছেন, ভারতের ৫ নাগরিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়