ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২ জুন ২০২৫  
নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে আজিম (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ও দুই ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২ জুন) সকালে উপজেলার দক্ষিণ ঘারমোড়া নাজিরাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘‘সকালে পারিবারিক বিষয়ে আজিমের সঙ্গে তার বাবা দিদার ও দুই ভাই আনোয়ার এবং মোহাম্মদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আজিমকে ইট ও লাঠি দিয়ে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়